বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পরিত্যক্ত পীরগঞ্জের বিএস কোয়াটারগুলো মাদকসেবীদের অভয়ারণ্য

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা

রংপুরের পীরগঞ্জে ১৫টি ইউনিয়নের কৃষি অধিদপ্তরের আওতায় নিয়োজিত ৪৫ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের (বিএস) বসবাসের কোয়াটারগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা, অব্যবস্থাপনা, দায়িত্বহীনতার কারণে দীর্ঘদিন থেকে পরিত্যক্ত রয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ বসবাস না করায় ওইসব কোয়াটারে ভাসমান মানুষের স্থায়ী কোয়াটারে পরিণত হয়েছে। এ কারণে কৃষকরা কৃষি কর্মকর্তাদের নির্ধারিত স্থানে না পেয়ে দীর্ঘদিন ধরে প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অপরদিকে কোয়াটারগুলো ভাসমান পতিতাদের আড্ডাসহ মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশ অমান্য করে উপজেলায় কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সংশ্লিøষ্ট ইউনিয়নের কোয়াটারগুলোতে বসবাস না করে ৫০কিলোমিটার দূরে জেলা শহর রংপুরে বসবাস করছেন। আবার অনেকেই নিজ বাড়ি থেকে অনিয়মিতভাবে অফিস করছেন মর্মে ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করেছে। এদিকে ওইসব কর্মকর্তাগণ কোয়াটারে না থাকায় মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। জানা গেছে, কর্মকর্তাদের কর্মস্থলে ২৪ঘণ্টা অবস্থানের সরকারি নির্দেশ থাকলেও তা উপেক্ষা করে উপ-সহকারীর দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তাগণ অনিয়মিতভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। ওইসব উপ-সহকারী কৃষি কর্মকর্তারা অনিয়মিতভাবে কৃষকদের সেবা দেয়ায় কৃষকরা প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে পুরো উপজেলার কৃষি কর্মকা-ে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শ্রী সমীর চন্দ্র ঘোষ জানান, কোয়াটারগুলো প্রায় ২ যুগ আগে নির্মিত হওয়ায় মেরামত ও সংস্কারের অভাবে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ফলে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ কোয়াটারগুলোতে বসবাস করতে পারছেন না। অবশ্য কোয়াটার সংস্কারে বরাদ্দ চেয়ে সংশ্লি­øষ্ট বিভাগে চিঠি প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন