বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা
বানারীপাড়া থানার এসআই আসাদের বিরুদ্ধে যৌতুকের জন্য মারধর করার অভিযোগ এনে মামলা করেন তার দ্বিতীয় স্ত্রী ফারহানা আহসান। বরিশাল মহানগর আমলী আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন মামলাটি আমলে নিয়ে প্রধান আসামি এসআই আসাদ হাওলাদারসহ ৩ জনকে সমন জারির নির্দেশ দেন। অন্য আসামিরা হলো- আঃ মতিন শিকদার এবং মোঃ জাকির হোসোন। বরিশাল শহরের কাজী পাড়া সড়কের মামলার বাদী ফারহানা আহসান উল্লেখ করেন, ২০১২ সালের ১৯ জুলাই গোপনে এসআই আসাদ তাকে বিয়ে করেন। এ দম্পতি পুনরায় একই বছরের ৩০ নভেম্বর কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। তাদের সন্তান ও রয়েছে। বিয়ের সময় যৌতুক হিসেবে ১০ লাখ টাকার মালামাল দেয়া হলে ও বিয়ের পরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন শুরু করেন। এদিকে দ্বিতীয় স্ত্রী ফারহানা আহসান জানতে পারেন আসাদের প্রথম স্ত্রী রয়েছে। যার নাম ইসরাত জাহান। তাকে আসাদ ২০১১ সালের নভেম্বরে বিয়ে করেন। গত সোমবার দ্বিতীয় স্ত্রী ফারহানা আহসান আদালতে হাজির হয়ে ওই মামলা দায়ের করেন। সমন পেয়ে এসআই আসাদ হাওলাদারসহ আসামিরা আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন