দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা
দুপচাঁচিয়া উপজেলায় ঘরের ছাদের বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ জন আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, উপজেলার চামরুল ইউনিয়নের মাঠাই গ্রামে গতকাল মঙ্গলবার সকালে মৃত লবী সাখিদারের পুত্র সেকেন্দার আলী সাখিদারের ঘরের ছাদের বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে প্রতিবেশী আব্দুল সামাদ ফকিরের পুত্র আব্দুল মান্নান ও তার ভাইয়ের সাথে কথা কাটাকাটি থেকে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে সেকেন্দার আলী সাখিদারের পুত্র সানোয়ার হোসেন সাখিদার (৩৪) মাথায় হাথুড়ের আঘাতে মারাত্মক আহত হয়। অপরপক্ষের আব্দুল মান্নান (৪২) ও লাঠির আঘাতে আহত হয়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং আহত ২ জনকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। এদের মধ্যে সানোয়ার হোসেন সাখিদারের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে তাৎক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। অপর আহত আব্দুল মান্নানও উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে আহত সানোয়ার হোসেন সাখিদারকে তার বাড়ীতে দেখে ফেরার পথে পার্শ্ববর্তী আকরাম হোসেনের স্ত্রী রেহেনা বেগম (৩০) প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, তিনি ঘটনাটি মৌখিকভাবে জেনেছেন। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতেই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল এবং হাসপাতালে অফিসারসহ পুলিশ পাঠিয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই লিখিত কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন