স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সিনেমা প্রদর্শনের পাশাপাশি নিয়মিত সিনেমা প্রযোজনা করবে।২০১৯ সালে প্রতিষ্ঠাটি সার্ফিং ও নারীর ক্ষমতায়ন উপজীব্য করে নির্মিত ‘ন ডরাই’ নামে একটি সিনেমা প্রযোজনা করেছে। সিনেমাটি ছয়টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পরিবর্তীতে করোনার কারণে সিনেমা প্রযোজনা করেনি। তবে সবকিছু স্বাভাবিক হওয়ায় তারা আবার প্রযোজনা শুরু করতে যাচ্ছে। স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল জানান, ইচ্ছা ছিল বছরে কমপক্ষে চারটি সিনেমা) নির্মাণের। কিন্তু কোভিডের কারণে তা সম্ভব হয়নি। এখন ভ্যাকসিন চলে এসেছে, সংক্রমণের হারও কমেছে। নতুন করে আবার সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, আমরা স্বাধীনতা যুদ্ধ, মাদকের কুফলসহ বিষয়ভিত্তিক সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। আমাদের নির্মিত সিনেমায় একেকটি শিক্ষণীয় বার্তা থাকবে। পরিকল্পনায় আছে ২০২২ সাল থেকে বছরে কমপক্ষে চারটি করে সিনেমা করবো। তিনি বলেন, স্টার সিনেপ্লেক্স নির্মিত হয়েছে ভালো এবং হারিয়ে যাওয়া দর্শক ফেরাতে। সেই সব দর্শকের রুচি ভিন্ন। এ কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও দর্শকের কথা ভেবে যেকোনো বাংলা সিনেমা দেখাতে পারিনা। তবে গত কয়েক বছরে তরুণ নির্মাতারা ভালো ভালো সিনেমা নির্মাণ করছেন। তিনি বলেন, স্মার্টফোনের কারণে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো বড় প্ল্যাটফর্ম মানুষের হাতে এসেছে। চাইলে বাসায় বসে বিশ্বমানের সিনেমা দেখতে পারছে। কিন্তু যেকোনো কারণে সিনেমা হলে উপমহাদেশের সিনেমাগুলো দেখানো যাচ্ছে না। বাসা থেকে সেইসব দর্শকদের টেনে সিনেমা হলে আনা অনেক কঠিন। সেজন্য ভালো মানের কনটেন্টের কোনো বিকল্প নেই। নির্মাতাদের এসব বিষয় ভেবে কিছুটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে সিনেমা নির্মাণ করা উচিত। উল্লেখ্য, ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা সুবিধার মধ্য দিয়ে দেশের সিনেমাপ্রেমীদের আকৃষ্ট করে প্রেক্ষাগৃহটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন