নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের অপরাধে পটুয়াখালীর বাউফল উপজেলায় ২২ জেলে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতভর অভিযান চালিয়ে ওই জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেরা ভোলা ও বাউফল উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
সুত্রে জানা গেছে, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত প্রজনন মৌসুমে তেঁতুলিয়া নদীর ৪৫ কিলোমিটার এলাকায় জেলেদের ইলিশ শিকার নিষেধাজ্ঞা করে সরকার। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করার অপরাধে জেলেদের আটক করা হয়। এ সময় ১০ হাজার মিটার জাল. মাছ শিকারে ব্যবহত ৫টি নৌকা ও ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন