রাতের আঁধারে এক বিধবা নারীর (৪০) ঘরে প্রবেশ করায় জনতার হাতে আটক বাউফল থানার এএসআই রফিকুল ইসলামকে গতকাল শনিবার পটুয়াখালীর পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। গত শুক্রবার দিনগত রাত ১১টার দিকে বাউফল থানার এএসআই রফিকুল ইসলাম (৪২) বাউফল সদর ইউনিয়নের যৌতা গ্রামে এক বিধবা নারীর ঘরে প্রবেশ করেন। কিছু সময় ওই নারী সাথে কাটানোর পর বেড় হয়ে যাওয়ার সময় শতাধিক লোক তাকে আটক করে। এএসআই এই বিভ্রতকর পরিবেশ এড়াতে স্থানীয় কয়েক যুবকের তিনটি বিকাশ নম্বরে ৪৫ হাজার টাকা লেনদেন করেন। পরে স্থানীয় এক আ.লীগ নেতার হস্তক্ষেপে পুলিশের ওই এএসআই ছাড়া পান। এরপর সাড়ে ১১টার দিকে থানা থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন