শ্রীপুর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক পদে ৩জন ও সদস্য সচিব পদে ৩জন প্রার্থী ছিলেন। গত শুক্রবার বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার ৮টি ইউনিয়ন থেকে সুপারফাইভ পদ্ধতিতে নির্বাচিত ৪০জন ভোটারের মধ্যে ৩৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এক ঘণ্টা ভোট গ্রহণ চলে। দলীয় একটি সুত্র জানায়, আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত ৮টি ইউনিয়ন কমিটি থেকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্মসম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক (সুপার ফাইভ) পদের ৩৯ জন গোপন ব্যালটে ভোট দিয়ে তাদের নতুন নেতৃত্ব নির্বাচনে অংশ নেন। নির্বাচনে ১৮ ভোট পেয়ে বর্তমান সভাপতি শাহজাহান ফকির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি¦ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল মোতালেব পেয়েছেন ১৭ ভোট এবং অপর প্রতিদ্বন্দি ডা: সফিকুল ইসলাম পেয়েছেন ৪ ভোট। ২১ ভোট পেয়ে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন উপজেলার তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আক্তারুল আলম মাস্টার। তার নিকটতম প্রতিদ্বন্দি মশিউর রহমান খান টিটিু পেয়েছেন ১৫ ভোট এবং অপর প্রতিদ্বন্দি উপজেলার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক পেয়েছেন ৩ ভোট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন