শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

ঢাকার কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর ঘটনায় মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় এই মানববন্ধন করেছেন নিহত ওই নারীর স্বজনেরা। মানববন্ধনে অংশগ্রহনকারী ওই নারীর ছেলে মো. সুরুজ জানান, গত ৩ জুলাই তার মা শেফালী বেগমকে বাম হাতের টিউমার অপারেশনের জন্য কদমতলী গোলচত্বর এলাকায় আল-বারাকা হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকগণ তার মা শেফালী বেগমকে অপারেশনের পূর্বে অজ্ঞান করেন। কিন্তু এতে পরে তার মায়ের আর জ্ঞান ফিরে না আসায় চিকিৎসকগণ তার মাকে গোপনে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ জুলাই তার মা মারা যায়। এই ঘটনায় তিনি আদালতে আল-বারাকা হাসপাতালের মালিক, চিকিৎসকসহ কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও মামলার আসামিদের পুলিশ গ্রেফফতার করছেন না। তাই এই মানববন্ধনের মাধ্যমে মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করার জন্য সংল্লিষ্ট কতৃপক্ষের কাছে জোড় দাবি জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন