শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

হাসপাতাল পরিদর্শনে ইফা মহাপরিচালক

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশ হিসেবে মাদারীপুর-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) অর্থায়নে কালকিনি উপজেলার রমজানপুরে নির্মাণাধীন ৫০ শয্যা বিশিষ্ট ইসলামিক মিশন হাসপাতাল পরিদর্শন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মুশফিকুর রহমান। গতকাল শনিবার সকালে উক্ত পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করা হয়। এসময় তার সফরসঙ্গী ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, ইসলামিক মিশন হাসপাতাল কালকিনির প্রকল্প পরিচালক ডা. মো. বদরুল আহসান, ইসলামিক মিশনের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম, ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা, ইসলামিক ফাউন্ডেশনের কালকিনির উপ-পরিচালক জিএম ওয়াহিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শনে সার্বিক সহযোগিতা করেন ইসলামিক মিশন হাসপাতাল কালকিনি শাখার মিশন প্রধান ডাঃ মো. হারুনুর রশিদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন