প্রতিনিয়ত নতুন গান প্রকাশ করছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। এর মধ্যে একক গানের পাশাপাশি দ্বৈতগানও রয়েছে। সম্প্রতি নতুন প্রতিভাবান শিল্পীদের উৎসাহ দিতে তাদের সঙ্গে গান করছেন তিনি। এ ধারাবাহিকতায় প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সঞ্চিতা সরকার প্রথমবারের মত গাইলেন আসিফ আকবরের সাথে। ‘চুপচাপ ভালোবাসি’ শিরোনামে গানটির রচনা করেছেন লালন লোহানী। সুরকার নাজির মাহমুদের সুরে গানটির সঙ্গীত আয়োজন করেছেন মুশফিক লিটু। সঞ্চিতা সরকার বলেন, আসিফ ভাই বাংলা গানের যুবরাজ। তার সাথে গান করা একটা স্বপ্নের মত ছিল। নাজির মাহমুদ ভাইয়ার কাছে কৃতজ্ঞতা যে, তিনি আমাকে গানটি গাইতে অনেক সহযোগিতা করেছেন। শ্রোতাদের ভালবাসা আমাকে সামনের পথচলা সুন্দর করবে। নাজির মাহমুদ বলেন, সঞ্চিতা অনেক সম্ভাবনাময় একজন কণ্ঠশিল্পী। আসিফ ভাই নতুনদের নিয়ে কাজ করতে পছন্দ করেন। এটা তার বড় মনের পরিচয়। গানটি অনেক ভাল হয়েছে। আমার বিশ্বাস, ‘চুপচাপ ভালবাসি’ গানটি শ্রোতাদের মন জয় করবে। ইয়ামিন এলান এর নির্দেশনায় নির্মিত নান্দনিক মিউজিক ভিডিওসহ ‘চুপচাপ ভালোবাসি’ গানটি ‘হ্যালো মিউজিকের’ ব্যানারে প্রকাশিত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন