ঝিনাইগাতীতে আব্দুর রাজ্জাক (৩৮) নামের এক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে থানায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান। আত্মসমর্পণ করায় হাতকড়া না পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অতিসম্প্রতি আত্মসমর্পণ করেন আব্দুর রাজ্জাক। তিনি ঝিনাইগাতীর বনকালি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। ঝিনাইগাতী থানার ওসি জানান, আব্দুর রাজ্জাক ২০১৪ সালে ঝিনাইগাতী থানার একটি মাদক মামলার আসামি। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে ছয় মাসের সাজা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ঝিনাইগাতী থানার ওসি আসামিকে আত্মসমর্পণের পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি ওসির কথা বিশ্বাস করে স্বেচ্ছায় থানায় এসে ধরা দেন। এ সময় তাকে হাতকড়ার বদলে ফুল দিয়ে বরণ করেন ওসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন