বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

২২ বছর পর ছালেহা উদ্ধার

সরিষাবাড়ি (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

জামালপুরের সরিষাবাড়িতে নিখোঁজ হওয়ার ২২ বছর পর ছালেহা বেগম নামে এক মহিলাকে উদ্ধার করা হয়েছে। সরিষাবাড়ি থানার এসআই জাফর আহম্মদ মুন্সিগঞ্জ জেলা দায়রা জজ আদালতের এডভোকেট মো. দেলোয়ার হোসেনের বাড়ি থেকে গত সোমবার তাকে উদ্ধার করেন। পুলিশ ও ছালেহার পারিবারিক সুত্রে জানা যায়, সরিষাবাড়ি পৌর এলাকার চকবাঙালি গ্রামের মরহুম বেলায়েত রাজের মেয়ে ছালেহা বেগম সুদীর্ঘ ২২ বছর পূর্বে ভাইয়ের সাথে রাগারাগী করে বাড়ি থেকে চলে যায়। আত্মীয় স্বজনরা দেশের বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলে কোন সন্ধান পায়নি। বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে নিরাশ হয়ে পড়ে তার পরিবার। অবশেষে ছালেহা বেগম (৬৫) এর ভাই সামছুল আলম রাজ সরিষাবাড়ি থানায় চলতি বছর ১০ অক্টোবর সাধারণ ডায়রি করেন। এদিকে মুন্সিগঞ্জ জেলা দায়রা জজ আদালতের এডভোকেট মো. দেলোয়ার হোসেন তাকে দীর্ঘ ১০ বছর ধরে ছালেহাকে লালন পালন করে আসছে। মানসিক ভারসাম্যহীন হওয়ায় ছালেহাকে তার পরিবারের কাছে পৌছাতে পারেনি এডভোকেট মো. দেলোয়ার হোসেন।

সাধারণ ডায়রি করার পরেই সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হকের নির্দেশে তদন্তকারী কর্মকর্তা এসআই জাফর আহম্মদের নেতৃত্বে পুলিশ গিয়ে মুন্সিগঞ্জ জেলার কাঠাখালী গ্রামে এড. মো. দেলোয়ার হোসেনের বাড়ি থেকে উদ্ধার করে ছালেহাকে। এ ব্যাপারে সরিষাবাড়ি থানার ওসি মীর রকিবুল হক বলেন, দীর্ঘ ২২ বছর পুর্বে ছালেহা বাড়ি থেকে চলে যায়। হঠাৎ কয়েকদিন আগে মুন্সিগঞ্জ জেলার কাঠাখালী গ্রামে এড. দেলোয়ার হোসেন আমাদের জানালে আমরা খোঁজ খবর শুরু করি। ১০ অক্টোবর ছালেহার ভাই সামছুল আলম রাজ থানায় সাধারণ ডায়রি করে। পরে থানা পুলিশ গিয়ে ছালেহাকে উদ্ধার করে ১১ অক্টোবর গত সোমবার তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন