মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

টেকনাফে ৫০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : টেকনাফস্থ ২ বিজিবির মালিকবিহীন জব্দকৃত ৪৯ কোটি ৬৮ লাখ ৯৪ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় কক্সবাজাস্থ সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান বলেন, সীমান্তের মাদকদ্রব্য পাচারে এলাকার জনসাধারণকে সচেতনতা বৃদ্ধি করতে হবে অন্যথায় মাদক প্রতিরোধ করা সম্ভব হবে না। মাদকদ্রব্য কুফল সম্পর্কে তুলে ধরতে সকলের প্রতি আহবান জানান। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে টেকনাফস্থ ২ বিজিবির সদর দপ্তর প্রাঙ্গণে মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রমে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় ২৬ আগস্ট ’১৫ থেকে জানুয়ারী ১৬ সালের বিভিন্ন বিওপির কর্তৃক আটককৃত ৪৯ কোটি ৬৮ লাখ ৯৪ হাজার টাকা মূল্যের ১৬ লাখ ১০ হাজার ৭শ’ ৫৭ পিস ইয়াবা, ১৭ হাজার ৩শ’ ৫৭ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ৬শ’ ৭১ ক্যান ডায়াব্লো বিয়ার ১২%, ২৭ ক্যান চেঞ্চ বিয়ার, ২ হাজার ৪শ’ ৪ পিস কান্ট্রি ড্রাইজিন মদ, ২ হাজার ২শ’ ৭৯ পিস ম্যান্ডেলা রাম মদ, ৪শ’ ২৯ পিস গ্লান মাস্টার মদ, ৩শ’ ৬৪ বোতল নন্দ মদ, ৪৮ বোতল হাইক্লাস মদ, ৩৬ মিয়ানমার মদ, ৩৬ বোতল ইয়াংগন মদ, ৩২ বোতল জামাইকা রাম মদ, ২১ বোতল লন্ডন রাম মদ, ১৬ বোতল জান্স ঈগল মদ,  ১৬ বোতল গ্রীন রয়েল হুইকি মদ, ১৫ বোতল হিরো হুইসকি মদ, ১৩ বোতল কুইন হুইকি মদ, ১১ বোতল গ্লান রয়েল মদ, ৯ বোতল ডিং ডস মদ, ৪ বোতল ভিআইপি মদ, ৪ বোতল রেড লেবেল মদ, ২ বোতল সুপার এমপাইরাম রাম মদ, ১ বোতল হাই কমিশনার মদ, ১ হাজার ৩শ’ ৩০ লিটার চোলাই মদ, ৭৬ বোতল ফেনসিডিল ও সাড়ে ৩২ কেজি গাঁজা ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল, উপ-অধিনায়ক আবু রাসেল ছিদ্দিকী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ পরিদর্শক তপন কান্তি শর্ম্মা, শুল্ক বিভাগের পরিদর্শক সৈয়দ গোলাম রব্বানী ও টেকনাফ মডেল থানার এসআই সুবীর পালসহ মিডিয়াকর্মী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন