সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বায়োগ্যাস প্লান্ট বদলে দিয়েছে যশোরের গ্রামীণ জনপদ

প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রেবা রহমান, যশোর থেকে : যশোরের বাঘারপাড়া উপজেলা ব্যতীত ৭টি উপজেলায় ২৯৩টি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে। হাঁস-মুরগি, ছাগল, ভেড়ার মলমূত্র, আবর্জনা ইত্যাদি দিয়ে বায়োগ্যাস তৈরি হচ্ছে। যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। ব্যয় হ্রাস হচ্ছে, জ্বালানি এবং স্বাস্থ্য ঝুঁকি কমাচ্ছে। বায়োগ্যাস প্লান্টের প্রতি গ্রামাঞ্চলের গৃহিণীরা অত্যন্ত আগ্রহী হয়ে উঠেছেন। বায়োগ্যাসে রান্না করলে স্বাস্থ্যঝুঁকি মোটেও নেই বলে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) কর্মকর্তারা জানিয়েছেন। যশোর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে অতিসম্প্রতি এক মতবিনিময় সভায় বিসিএসআইআর চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, সারাদেশে বায়োগ্যাস গবেষণাগার রয়েছে ১০টি। যশোরেও একটি গবেষণাগার হবে। বায়োগ্যাস ব্যবহারে আর্থসামাজিক উন্নয়ন হয়। এর মাধ্যমে রান্নায় এক-তৃতীয়াংশ খরচ কম লাগে। সময়ও বেঁচে যায়। এছাড়া ২৫ থেকে ৩০ বছর যাবত স্থায়ী হয়। তিনি আরও বলেন, ২০১৪-২০১৬ অর্থবছরে ‘বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাস ও বিকল্প জ্বালানি ব্যবহার বৃদ্ধিকারণ (২য় পর্যায়) শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে বিসিএসআইআর। প্রকল্পটি যশোরসহ দেশের ১৫ জেলায় বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে ৫ হাজারটি পারিবারিক বায়োগ্যাস প্লান্ট স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়। যার ৯৫ দশমিক ৮৪ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। যশোর ও সিলেটে বায়োগ্যাস প্লান্টের ল্যাব স্থাপনের জন্য প্রস্তাব দেওয়া আছে। এটা হলে এ অঞ্চলে এর প্রসার আরও বাড়বে। প্রকল্পের পরিচালক ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এসএম আছাদুজ্জামান সুজন জানান, প্রকল্পের অধীনে গ্রাহকরা সম্মত হলে তারা মালামাল ক্রয়ের জন্য ১২ হাজার টাকা নগদ ভর্তুকি হিসেবে প্রদান করেন। ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ জামাল জানান, ‘বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাস ও বিকল্প জ্বালানি ব্যবহার বৃদ্ধিকারণ বাস্তবায়িত হলে প্রতি বছর ৭৫ হাজার ২৬১ টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হ্রাস পাবে। সাশ্রয় হবে ৯ হাজার ১২৫ টন জ্বালানি। উৎপাদিত হবে ৩৬ হাজার ৫০০ টন জৈব সার। যা থেকে প্রায় ৩১ কোটি টাকা অর্থনৈতিকভাবে সাশ্রয় হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিসিএসআইআর জনসংযোগ কর্মকর্তা আবদুর রাজ্জাক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
১৫ অক্টোবর, ২০১৭, ১০:৫৭ পিএম says : 0
শিক্খা খেত্রে শিক্খকা মন্ত্রনালয়ের মনগড়া নিয়ম ২ঘন্টা৩০ মিনিটে সাতটা সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক করে দিয়েছেন | যা বেশির ভাগ শিক্খার্থির দেওয়া অসম্ভব |
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন