মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : নিজেদের তৈরি অভিনব কায়দায় তৈরি করা বন্দুক ও কয়েক কৌটা গুলিসহ এক উপজাতি বৃদ্ধকে গত বুধবার সন্ধায় আটক করেছে বন বিভাগ। চট্টগ্রাম উত্তর জেলা সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে মীরসরাই উপজেলার পাহাড়ী এলাকায় বন্যপ্রাণী শিকারসহ কিছু অপরাধের সাথে সম্পৃক্ত রয়েছে কিছু বহিরাগত উপজাতি। এবার টহলরত বনকর্মীদের হাতে-নাতে এক বৃদ্ধ আটক হলেও পালিয়ে যায় এক যুবক। তবে পালিয়ে যাওয়া যুবককে ও আটকের সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানান তিনি। মিরসরাই রেঞ্জ-এর গোভানিয়া বনবিট কর্মকর্তা আবুল বশর জানায়, বিকেলে টহলরত অবস্থায় গোভানিয়া বিট-এর কালাপানি এলাকায় দুইজন উপজাতিকে বন্দুক দিয়ে শিকারের জন্য বিচরণকালে হাতেনাতে রাত্রি মোহন চাকমা (৫৫)-কে আটক করা হয়। এ সময় এই সময় গোপা চাকমা (২৫) নামে অপর উপজাতি যুবক বন্দুক রেখে পালিয়ে যায়। রাতে তাকে মীরসরাই থানায় সোপর্দ করা হয়। এরা পূর্ব গোভানিয়া জুরামনি পাড়ায় বসবাস করে। তবে তারা খাগড়াছড়ি জেলার লক্ষিছড়ি থেকে এখানে শুকর শিকার করতে এসেছে বলে জানায়। এ সময় তাদের কাছে ছিল নিজেদের তৈরি দুইটি বন্দুক ও কয়েকটি কৌটায় থাকা কিছু গুলি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন