শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মোবাইল চুরি নিয়ে বসতঘরে হামলা ভাঙচুর-লুটপাট আহত ৪

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল চোরকে জিজ্ঞাসাবাদ করায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় অন্তঃসত্ত্বা এক মহিলাসহ চারজন আহত হয়েছে। উপজেলার আলকরা ইউনিয়নের দামারপাড়া গ্রামের পশ্চিম পাড়ায় গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১১ অক্টোবর মঙ্গলবার ভোর বেলায় দামারপাড়া গ্রামের সামছুল হকের ছেলে খোরশেদ আলম সোহাগের বাড়িতে মোবাইল ফোন চোর ধরা পড়ে। পার্শ্ববর্তী আবদুল করিমের বাড়িতে ইতোপূর্বে কয়েকটি মোবাইল চুরি হওয়ায় তিনিও চোরকে জিজ্ঞাসাবাদ করে। এতে সোহাগ ক্ষিপ্ত হয়ে করিম, তার মামা বেল্লাল হোসেন ও দুলাল মিয়ার নামে মিথ্যা চুরির অভিযোগ তুললে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে দুপুরে সোহাগের নেতৃত্বে আরও ১৪ জন ধারালো রামদা, কিরিছ, চাইনিজ কুড়াল, দা-ছেনী ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে করিমের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এতে তার সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করে। হামলাকারীরা করিমের মামা বেল্লাল হোসেনের ঘরও ভাঙচুর করে। এ ঘটনায় করিম বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় সোহাগসহ ১৫ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই বছির উদ্দিন জানান, এ ঘটনায় পাল্টাপাল্টি দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন