শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মগড়া নদী দখল ও দূষণমুক্তের দাবি

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা
মগড়া নদী খনন ও দখলমুক্ত করা, সিএস নক্সা অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ, নদীতে বর্জ্য ফেলা স্থায়ীভাবে বন্ধ করা, নেত্রকোনা শহরের নদীর ঘাট ও পাড়সমূহ যথাযথ ভাবে সংরক্ষণ, উভয় পাড়ে রেলিং বা ফুট ওয়াকওয়ে নির্মাণ এবং নদীর সাথে সংযুক্ত খালসমূহ খননের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলন। নেত্রকোনার জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের উপদেষ্টাম-লীর সদস্য সাবেক এম এন এ এডভোকেট সাদির উদ্দিন আহমেদ, জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট লিয়াকত আলী খান, জেলা সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল, নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের আহ্বায়ক খানে আলম খান, সদস্য সচিব মোঃ হারুণ-অর-রশিদ তালুকদার প্রমুখ।  

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন