শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ধামরাইয়ে একরাতে ৩ বাল্যবিয়ে বন্ধ

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা
ঢাকার ধামরাই সদর ইউনিয়নের ডেমরান গ্রামে একরাতে ৩টি বাল্যবিয়ে বন্ধ করল উপজেলা প্রশাসন। শরিফবাগ আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের সপ্তম ও নবম শ্রেণীর ছাত্রী উপজেলার ডেমরান গ্রামের জালাল হকের মেয়ে তানিয়া আক্তার একই গ্রামের আব্দুল হালিমের মেয়ে হালিমা আক্তার ও আবুল কালামের মেয়ে সোনিয়া আক্তারের বিয়ের আয়োজন করেন পরিবারের লোকজন। এমন সংবাদ মেয়ে বুধবার রাত ১০টা হতে গভীর রাত পর্যন্ত সদর ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিনের সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ বাল্যবিয়ে বন্ধ করেন। এ সময় বাল্যবিয়ের অপরাধ এই সচেতনতা বৃদ্ধির জন্য বাল্যবিয়ে নিরোধ আইনে ১৯২৯ এ ৫ ধারা মোতাবেক প্রত্যেকের মা এবং বাবাকে  ৫শ’ ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলাম কন্যাদের অভিভাবক ও উপস্থিত লোকজনদের সামনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাল্যবিয়ে দেয়ার অসুবিধার দিকগুলোর উপর আলোচনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন