ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর তিন আন্ত:জেলার ইজিবাইক চোর ‘আলী চোরা’ গ্রুপের প্রধান মোহাম্মদ আলী ওরফে আলী চোরাকে ঈশ্বরগঞ্জ পৌর সদর এলাকা থেকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক আলী চোরাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার টাঙ্গাইল জেলার মধুপুর এলাকা থেকে যাত্রীবেশে একটি ইজিবাইকে উঠে জোসের সাথে নেশাজাতীয়দ্রব্য মিশিয়ে চালককে পান করিয়ে অজ্ঞান করে ইজিবাইকটি বিক্রয় করা জন্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ পৌর এলাকার দত্তপাড়া থেকে ইজিবাইকটিসহ তাকে আটক করে। আলী চোরা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাকাকুরা গ্রামের মঞ্জুরুল হকের ছেলে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, জামালপুর সদর, শেরপুর সদর ও শেরপুরের জিনাইগাতি থানায় হত্যা, চিন্তাই, চুরিসহ ৮টি মামলার আসামী সে। ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) রুহুল আমিন জানান, আলী চোরা মযমনসিংহ ও শেরপুরসহ কয়েকটি থানার একাধিক মামলার আসামি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন