মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভাতা ভোগীদের কাছ থেকে টাকা কেড়ে নেয়ার অভিযোগ দুই মেম্বারের বিরুদ্ধে

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কলাবাড়ী ইউনিয়নে দুই মেম্বারের বিরুদ্ধে গর্ভবতী ও বয়স্ক ভাতা ভোগীদের কাছ থেকে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ভাতা ভোগীদের কাছ থেকে জানা গেছে, কলাবাড়ী ইউনিয়নের সাবেক মহিলা মেম্বর চম্পা বাড়ৈ হিজলবাড়ী গ্রামের উদভব বাড়ৈর ছেলের গর্ভবতী স্ত্রী, প্রতিবন্ধী দুলালের স্ত্রী ও ভাঙ্গারপাড় গ্রামের শান্তি বাড়ৈর স্ত্রীর কাছ থেকে ৪/৫ হাজার করে টাকা কেড়ে নেয় ও ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার কমলেশ ঢালী নলুয়া গ্রামের বয়স্ক ভাতা ভোগী রতন হালদার, মঞ্জু হালদার, বিনোদ মজুমদার, কুমদ মজুমদার ও বিজয় মজুমদারসহ আরো অনেকের কাছ থেকে বই ঠিক করতে অফিসে টাকা লাগবে বলে প্রত্যেকের কাছ থেকে ৩শ’ টাকা করে হাতিয়ে নেয়। বিজয় ও কুমদ মুজমদার অভিযোগ করে বলেন, বইয়ে ত্রুটি আছে বলে কমলেশ মেম্বার ৩শ’ করে টাকা নিয়েছে। অভিযোগ প্রসঙ্গে চম্পা বাড়ৈ বক্তব্য জানতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি। কমলেশ ঢালী বলেন চেয়ারম্যানের সাথে কথা বলে আপনাকে জানাবো। এ ব্যাপারে চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, ভাতা ভোগীরা আমার কাছে অভিযোগ করলে আমি দেখবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন