শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বিএমজেএ আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২১, ১২:০৭ এএম

বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) ২০২০ সালের অ্যাওয়ার্ড ঘোষণা করেছে। এবার সংগঠনটির আজীবন সম্মাননা পাচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। গত বছর এ সম্মাননা পেয়েছিলেন সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে মোট ১১ জনকে বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়েছে। করোনা সংক্রমণের কারণে গতবারের ধারাবাহিকতায় এবারও সরাসরি মঞ্চে পুরস্কার ঘোষণা ও প্রদানের বদলে বিএমজেএ অনলাইনে পুরস্কার ঘোষণা করেছে। তবে করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে পরবর্তীতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হবে বলে বিএমজেএ জানিয়েছে। এবারের ৮ম বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ বিজয়ীরা হলেন সেরা সঙ্গীতশিল্পী তাহসান খান, সেরা গীতিকার জুলফিকার রাসেল, সেরা সুরকার রাজন সাহা, সেরা সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদার, সেরা সমালোচক পুরস্কার (পুরুষ) বদরুল হাসান খান ঝন্টু, সেরা সমালোচক পুরস্কার (নারী), আফরোজা মোমেন, সেরা প্রমিজিং শিল্পী নাদিরা মুক্তা, বিশেষ জুড়ি অ্যাওয়ার্ড (সঙ্গীতশিল্পী) তানজিনা রুমা, সেরা প্রযোজনা প্রতিষ্ঠান: গানচিল মিউজিক এবং সঙ্গীতে বিশেষ অবদানের জন্য (মরনোত্তর) পুরস্কার পাচ্ছেন কামরুল হাসান খান (চলচ্চিত্র প্রযোজক- দেবদাস)।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন