শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দুই মাছ ব্যবসায়ীর জেলজরিমানা

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে সবুর বিশ্বাস (৩০) নামে এক ব্যবসায়ীকে কারাদ- ও কৃষ্ণ বিশ্বাস (২৭) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গত বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে ও গোপালগঞ্জ শহরের বটতলা বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা ওই দুব্যবসায়ীকে জেল ও জরিমানা করেন। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ৫৮ কেজি ৭শ’ গ্রাম মাছ জনসম্মুখে বিনষ্ট করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা জানান, উপজেলার পাটগাতী বাজারে মাছ ব্যবসায়ী সবুর বিশ্বাস নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রি করছিলেন। খবর পেয়ে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ কেজি ইলিশ মাছ আটক করে নষ্ট করি। পরে ওই মাছ ব্যবসায়ীকে এক বছরের কারাদ- দিয়ে জেলহাজতে পাঠানো হয়। তিনি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের হেকমত বিশ্বাসের ছেলে। অপরদিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম জানান, শহরের বটতলা বাজারে কৃষ্ণ বিশ্বাস প্রকাশ্যে ইলিশ মাছ বিক্রি করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৮ কেজি ৭শ’ গ্রাম ওজনের ৪১টি ইলিশ মাছ জব্দ ও  বিনষ্ট করা হয়। এ সময় ওই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। কৃষ্ণ বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের মন্মথ বিশ্বাসের ছেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন