কুমিলার নানুয়াদীঘির পাড় এলাকায় পূজা মন্ডপে হনুমানের মূর্তির কোলে পবিত্র কুরআন রাখার ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুলাহ আল-গালিব।
এক প্রতিবাদ বিবৃতিতে তিনি বলেন, এ ঘটনার মাধ্যমে বাংলাদেশের মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতার ঐতিহ্য রয়েছে, তা নষ্ট করার ঘৃণ্য অপপ্রয়াস চালানো হয়েছে। তিনি অবিলম্বে কুরআন অবমাননাকারী দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে কঠোর ভূমিকা পালনের জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সেই সাথে সাধারণ মানুষকে আবেগ সংযত করে ধৈর্যের সাথে প্রকৃত ঘটনা পর্যবেক্ষণের জন্য আহবান জানান এবং কোনক্রমেই যেন একে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে তৃতীয় কোন পক্ষ সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন