ঝালকাঠির রাজাপুরে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে এক জেলেকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও এক হাজার মিটার জাল জব্দ করেছে। রাজাপুর থানা ডিউটি অফিসার জানান-রাজাপুর উপজেলার পালট গ্রামের হারেচ হাওলাদারের পুত্র রুবেল হাং(২২) নামে বিষখালী নদীর পালট এলাকা থেকে আটক করে এক জেলেকে একবছর সাজা দেয়া হয়েছে।মৎস অফিস জানায়, ১৬ অক্টোবর শনিবার বেলা দেড়টায় উপজেলার পালট গ্রাম সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে মৎস বিভাগ আটক করে,পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেনী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোক্তার হোসেন।এ সময় জেলেদের থেকে এক হাজার মিটার কারেন্ট জাল , ইলিশ মাছ আটক করা হয়েছে । জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়ে ও মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন