মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মিজান ৩ ও বাছিরকে ৮ বছর করে কারাদণ্ড

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩৩ পিএম

অবৈধভাবে তথ্য পাচার ও ঘুষ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে ৩ বছরের ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের ৮ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে মিজান ও বাছিরকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানাসহ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

গত ১০ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত এই রায়ের তারিখ ধার্য করেন। ২৩ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলায় মোট ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোহাম্মদ দলিলুর রহমান ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ২:২৮ পিএম says : 0
সবাই তো ভালো বাসা চায়,কেউ পায় কেউ বা হারিয়ে,শুধু দুই একজনের জেল হয়।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন