শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চিলমারীতে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় ২০ দিনের কারাদণ্ড

চিলমারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মে, ২০২১, ৫:৫১ এএম

কুড়িগ্রামের চিলমারীতে ৮ম শ্রেনী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করায় এক যুবককে মোবাইল কোটের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা ইভটিজিং এর মামলায় ২০ দিনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেছে উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্।

শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার খরখরিয়া ছাববান্দ এলাকায়৷

জানা যায়, কাঠমিস্ত্রী এরশাদুল ইসলামে (৪২) সরকারী ঘরের কাজ করতে যায়। কাজের ফাঁকে এক সময় বাড়ি ফাঁকা পেলে ৮ম শ্রেণী পড়ুয়া ঐ ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে পরে মেয়ে টি চিৎকার না করে কোন রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিষয়টি তার নানি কে জানায়। এরপর মা, মেয়ে ও নানি সহ উপজেলা নির্বাহী অফিসারের নিকট বিষয়টি জানালে উপজেলা নির্বাহী অফিসার নিজে অভিযুক্ত ঐ ব্যক্তিকে ৩ ঘন্টা খোঁজার পর ধরে তাকে মোবাইল কোটের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন