টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে বাংলা ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ২১ এপ্রিল বুধবার র্যাব ও পুলিশের যৌথ অভিযানে জগৎপুরা বালুঘাট থেকে বালু বিক্রির সময় ১১ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ ছাড়া ০৪টি বেকু ও ৫ টি ট্রাক জব্দ করা হয়েছে। দন্ড প্রাপ্তরা হলো উপজেলার ছাব্বিশা গ্রামের আরশেদ আলীর ছেলে এনামুল ( ৪৭), তাহাছান মিয়ার ছেলে ছানা (৪৯), হায়দর আলীর ছেলে হাফিজুর (৩২), বাবলু মিয়ার ছেলে বিল্পব হোসেন (২৮), জগৎপুরা গ্রামের পাঠান আলী খানের ছেলে ওয়াসিম খান (৪০), পাঠান খানের ছেলে আরমান খান (৩৫), রসুনা গ্রামের খোকনের ছেলে ইমতিয়াজ (২৭), নলিন গ্রামের জুরান আলীর ছেলে নুরুল ইসলাম (৩২), কুঠিবয়ড়া গ্রামের আকাব্বরের ছেলে ছালাম সরকার (২৪),বাগবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), একই গ্রামের কাদেরের ছেলে আপেল (৩২), এবং এ সময়ে তাদের নিকট থেকে নগদ ৪৪ হাজার ৭৬২ টাকা জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন র্যাব ১২’র কোম্পানী কমান্ডার ( ভারপ্রাপ্ত) এরশাদুর রহমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন