ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় তিন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় ৪৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা ও বিষখালী নদীতে জেলেরা মা ইলিশ ধরছিল। জেলা, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে নদীতে অভিযান চালিয়ে নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে তিন জেলেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছর করে কারাদÐ প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার এ দÐ প্রদান করেন। অভিযানের সময় ৪৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জাল ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন