টঙ্গীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুনুর রশিদ (৪৭) গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গতকাল শনিবার টঙ্গীর সাতাইশ সুখি নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে গাজীপুর জেলা দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত হারুনুর রশিদ টঙ্গীর সাতাইশ খরতৈল জামে মসজিদ এলাকার মৃত তনু মিয়ার ছেলে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, গ্রেফতারকৃত তারুনুর রশিদের বিরুদ্ধে একটি (সিআর) প্রতারণা মামলা হয়, যার মামলা নাম্বার-৩০৭/২০১৮)। ওই মামলায় সে দীর্ঘদিন দরে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন