কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : দীর্ঘ সাড়ে ৯ মাস কারাবাসের পরে ৩৬ মামলা থেকে জামিনে মুক্তিপেয়ে মাদারীপুর-৩ আসনে বিএনপির তৃনমূল নেতাকর্মী সমর্থকদের উজ্জিবিত করতে ইউনিয়ন পর্যায়ে চলছে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের দলীয় কর্মসূচি। এ উপলক্ষে গত বুধবার বিকেলে বিএনপির উদ্যোগে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন, কালকিনি উপজেলার আলিনগর এলাকার কালিগঞ্জ বাজার ও এনায়েতনগর এলাকার ফাঁসিয়াতলা বাজারে ব্যাপক কর্মী সমাগমের মধ্যে দিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-৩ আসনে বিএনপি’র অভিভাবক নামে খ্যাত নেতা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। কালিগঞ্জ বাজারে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মেহেদি হাসান মিন্টু ও ফাঁসিয়াতলা বাজারের সভার সভাপতিত্ব করেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি জিন্নাত আলী সরদার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন