শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নোয়াখালীর চৌমুহনীতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রানা দাশ গুপ্ত

নোয়াখালী ব্যুরো ঃ | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ৬:৩৬ পিএম

চৌমুহনী বাজারে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দোকানপাট ও মন্দিরে ভাঙচুরে ঘটনায় ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

রোববার দুপুরে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, বিশেষ ক্ষমতা আইনসহ এ জাতীয় আইনের আওতায় সাম্প্রদায়িক অপশক্তিকে চিহ্নিত করে তাদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ব্যবস্থা এবং মট মন্দির গুলো যা ক্ষতি হয়েছে এটি পুনরায় নির্মাণ করে দেয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Shofik ১৮ অক্টোবর, ২০২১, ৫:৫২ এএম says : 0
কেন মুসলিমরা এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইউনাইটেড গ্রুপ থেকে বাদ পড়ে? রানা দাশ গুপ্ত একজন ভারতীয় এজেন্ট এবং সম্ভবত তিনি এই ঘটনার সাথে জড়িত। রানা দাশ গুপ্ত মুসলিম ও হিন্দুদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন