কুমিল্লার দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় পাঁচ শতাধিক চোখের রোগীকে গতকাল দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ বিতরণ এবং ছানী অপারেশনের জন্য ৫৭ জন রোগীকে কুমিল্লার চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্ধ কল্যাণ সমিতির অভিজ্ঞ ডাক্তারদের সার্বিক তত্তাবধানে সকালে চক্ষু শিবির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক খান। সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোতাহার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুর রহিম মোল্লা, সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রমিজ উদ্দিন সরকার, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন