দুই সন্তানের মা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার কর্পূরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূ গত রোববার রাতে বাউফল থানায় ধর্ষক তার মামা শশুর মো. হারুন হাওলাদারের (৫৫) বিরুদ্ধে মামলা করেন।
জানা গেছে, লম্পট হারুন একই বাড়ির বাসিন্দা। হারুন প্রায়ই ওই গৃহবধূকে উত্যক্ত করতো। গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ওই গৃহবধূর স্বামী গরুর খাদ্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়। স্বামী ঘর থেকে বের হওয়া দেখে কিছুক্ষণ পড়েই হারুন গৃহবধূর ঘরের সামনে এসে জরুরি কথা আছে বলে ডাক দেয়। সরল বিশ্বাসে গৃহবধূ কথা শোনার জন্য ঘর থেকে বের হলে তাকে একটি ঘরের মধ্যে নিয়ে জোর করে ধর্ষণ করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন