বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাউজানে ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২১, ১২:১৩ এএম

রাউজান হযরত এয়াছিনশাহ পাবলিক উচ্চ বিদ্যালয় ও হযরত এয়াছিনশাহ পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ এম আব্দুল ওহহাব বিএবিএড মাইজভান্ডারী কর্তৃক প্রতিষ্ঠিত পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ১২দিন ব্যাপী আজিমুশশান নুরানি মাহফিলের ১১তম দিবস প্রবাসী আলহাজ বদরুদ্দীন মোহাম্মদ আজমের সভাপতিত্বে গত সোমবার রাতে এয়াছিন শাহ কলেজের একেএম ফজলুল কবির চৌধুরী হল রুমে অনুষ্টিত হয়। ইহরাম হজ কাফেলার পরিচালক আলহাজ্জ আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারী মাইজভান্ডারীর সার্বিক ব্যবস্থাপনায় এবং আলহাজ মাওলানা বাহাউদ্দীন মোহাম্মদ ওমর ও আব্দুল্লাহ আল নোমানের যৌথ সঞ্চালনায় এতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মিজানুর রহমান, নাতে রাসুল (সা.) পরিবেশন করেন মাওলানা শহিদুল আলম মাইজভান্ডারী, মাইজভান্ডারী কালাম পরিবেশন করেন শায়ের জিয়া উদ্দীন। এতে প্রধান অতিথির ওয়াজ করেন আল্লামা ওসমান গণি জালালি (মা.জি.আ)। শুভেচ্ছা বক্তব্য রাখেন হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজ পরিচালনা কমিটির সভাপতি এস এম বাবর। প্রধান বক্তা ছিলেন গর্জনীয়া রহমানিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ ক্বারী আবু তৈয়্যব। বিশেষ আলোচক ছিলেন আল্লামা কাজী ফরিদুল আলম মাইজভান্ডারী, আলহাজ আল্লামা আবু আহমেদ আজহারী।
উপস্থিত ছিলেন আল্লামা সোলাইমান মকবুলি, আলহাজ্জ আ. ন. ম শফিউল বশর, কলেজ অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংবাদিক এম বেলাল উদ্দীন, মুহাম্মদ ইউনুচ মাস্টার, আলহাজ আব্দুস সালাম মাস্টার, মাস্টার ফরিদুল আলম, মাওলানা এরশাদুল আলম নঈমী, মাওলানা দিদারুল আলম কাদেরী, মাওলানা হাফেজ ওমর ফারুক, গাউছিয়া হক কমিটি সর্তারকুল দায়রা শাখার সভাপতি মুহাম্মদ মামুন মিয়া, মুহাম্মদ নাজিম উদ্দিন, মাওলানা কুতুব উদ্দিন প্রমুখ। আল্লামা ওসমান গণি জালালির আখেরী মোনাজাত শেষে তাকরুক বিতরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন