শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তানোরে সরকারি গাছ কেটে নিচ্ছেন দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা

রাজশাহীর তানোরের বিভিন্ন এলাকায় বিএমডিএ, বনবিভাগ, এলজিইডি ও জেলা পরিষদের (সরকারি) গাছ রাতের আধারে কেটে নিচ্ছন সংঘবদ্ধ দুর্বত্তরা। জানা গেছে, রাজনৈতিক পরিচয়ের এসব দুর্বত্তরা কখনও রাতের আঁধারে আবার কখনও সংশ্লিষ্ট বিভাগের একশ্রেণীর কর্মকর্তার যোগসাজশে দিন-দুপুরে রাস্তার ধারের বিভিন্ন প্রজাতির মূল্যবান সরকারি গাছ কেটে সাবাড় করে চলেছে। আবার মাঝে মধ্যে কেউ চোরাই গাছসহ এলাকাবাসির হাতে আটক হলেও কোনো বিচার হচ্ছে না ঘটনা ধাপাচাপা পড়ে যাচ্ছে। অথচ সংশ্লিষ্ট বিভাগ রহস্যজনক কারণে নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে। যে কারণে এলাকায় গাছ চুরির ঘটনা প্রতিনিয়ত বাড়ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, তানোরের পাচন্দর ইউপির ইলামদহী গ্রামের আব্দুল হামিদের ছেলে বনদুস্যু আব্দুল হালিম। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে ইলামদহী-দুবইল রাস্তার বিএমডিএর প্রায় অর্ধশতবর্ষী একটি বড় শিশু গাছ চুরি করে কেটে নিয়েছেন যার বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা। স্থানীয়রা চোরাই কাঠসহ গাছ চোর আব্দুল হালিমকে আটক করে থানায় দিতে চাইলে গ্রাম প্রধান ইসরাইল মন্ডল গ্রাম্য সালিশে বিচারের কথা বলে তাকে থানায় দিতে নিষেধ করেন। গত বুধবার দিবাগত রাতে ইলামদহী গ্রামের মসজিদ চত্বরে ইসরাইল মন্ডলের সভাপতিত্বে সালিশ বৈঠক বসে, সালিশ বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য খাদেমুল, সাবেক সদস্য ফয়েজ উদ্দীন ও মুঞ্জুর রহমান প্রমুখ। এদিকে সালিশ বৈঠকে গাছ চুরির অভিযোগ প্রমাণ হওয়ায় গাছ চোর আব্দুল হালিমের ১১ হাজার টাকা জরিমানা করে তাকে গাছ চুরির অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়। চলতি বছরের ৯ অক্টোবর রোববার দিবাগত রাতে তানোরের কলমা ইউপির দরগাডাঙ্গা-পিপড়াকালনা রাস্তার ধারের প্রায় শতবর্ষী একটি বড় নিমগাছ (যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা) রাতের আঁধারে কেটে নিয়েছেন চন্দনকৌঠা গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে কীটনাশক ব্যবসায়ী মসিউর রহমান। এ ঘটনায় স্থানীয়রা বাঁধা দিতে গেলে উল্টো তাদের মামলা-মোকদমার ভয়ভীতি দেখানো হচ্ছে। এদিকে স্থানীয়রা ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো প্রতিকার পায়নি। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) সলীল কুমার দাস বলেন, গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে। এব্যাপারে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, এমন ঘটনা তার জানা নাই, তিনি বলেন, সড়কের গাছ চুরির ঘটনায় আপোষ-মীমাংসার কোনো সুযোগ নাই। তিনি আরো বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়িদের বিরুদ্ধে মামলা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন