শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কালকিনিতে নামমাত্র ট্রেনিংয়ে গরুর চিকিৎসা করছে দালালরা

পুঁজি হারিয়ে সর্বস্বান্ত হচ্ছে খামারিরা

প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা

মাদারীপুরের কালকিনি উপজেলার গ্রামে গ্রামে গরু কেনাবেচার দালালরা দিচ্ছে গরুর চিকিৎসা। আর এতে করে তাদের প্রলোভনে পড়ে গরুর খামারিরা গরু অসুস্থ হয়ে পড়লে তাদের দ্বারা চিকিৎসা করাচ্ছে। দালালরা নামমাত্র ট্রেনিং করে নিজেদের ডাক্তার আখ্যাদিয়ে গরুর ছোটবড় রোগের চিকিৎসা দিয়ে যাচ্ছে। আর ছোট ধরনের অপারেশন থেকে শুরু করে বড় ধরনের অপারেশনও করছেন তারা। উপজেলার প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গরুর চিকিৎসক নামধারী এসব দালালরা। দালালদের খপ্পরে পড়ে খামারের গরু হারিয়ে সর্বস্বান্ত হয়ে খামারিরা বিচারের আশায় থানা পুলিশ থেকে শুরু করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেও কোন ফল পাচ্ছে না বলে ভুক্তভোগীদের অভিযোগ। উপজেলার সিডিখান এলাকার হালেম ফকিরের ছেলে কিরন ফকির অভিযোগ করে বলেন, উত্তর রমজানপুর গ্রামের গাগর হাজারির ২ ছেলে কথিত গরুর ডাক্তার স্বপন হাজারি ও তার ভাই কৃষ্ণ হাজারি ভুল চিকিৎসা দিয়ে আমার ২টি গরুকে হত্যা করেছে। এ বিষয়ে আমি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ থানায় অভিযোগও দাখিল করেছি। কিন্তু কোন বিচার পাইনি। আমি কৃষি ব্যাংক থেকে লোন নিয়ে এবং আমার সর্বশেষ সম্বল পুঁজি দিয়ে খামার প্রতিষ্ঠা করে ছিলাম। ভুয়া গরুর চিকিৎসকদের খপ্পরে পড়ে এখন সব হারিয়ে সর্বস্বান্ত হয়ে পথে পথে ঘুরছি। অভিযোগের প্রেক্ষিতে কথিত গরুর চিকিৎসক স্বপন হাজারি বলেন, আমরা ব্র্যাকের একটি ট্রেনিং নিয়ে গরুর চিকিৎসা দিচ্ছি। সেখানে গরু মারা গেলে আমরা কি করতে পারি। এটি গরুর মালিকদের দুর্ভাগ্য ছারা আর কিছুই না। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিরোধ বরণ জয়ধর বলেন, আমরাও চাই এ ধরনের অপচিকিৎসা বন্ধ হোক। আর এ ধরনের চিকিৎসা যারা দিচ্ছে তাদের আমরা কয়েক দফা অফিসে ডেকেছি কিন্তু তারা বিষয়টি এড়িয়ে গেছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন