শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঘটনা ধামাচাপা দিতে চাপ প্রয়োগের অভিযোগ

দৌলতপুরে শিশু ধর্ষণ

প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুরে ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে এখন মৃত্যুর মুখোমুখি অবস্থায় রয়েছে। এদিকে ধর্ষণের ঘটনার প্রায় এক সপ্তাহ হতে চললেও ধর্ষক বহাল তবিয়তে থাকায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ৯ অক্টোবর সন্ধ্যা রাতে উপজেলার সদর ইউনিয়নের দাড়পাড়া গ্রামে শিশু ধর্ষণের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই গ্রামের জহুরুল ইসলাম ওরফে কালু ডাক্তার নামে গ্রাম্য এক চিকিৎসকের কাছে একই এলাকার জনৈক সাকেম উদ্দিনের ৮ বছরের শিশু কন্যা ওষুধ কিনতে গেলে কালু ডাক্তার তাকে কৌশলে নিজ ঘরে আটকিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে প্রেরণ করে। অবস্থার অবনতি হওয়ায় দৌলতপুর হাসপাতালের চিকিৎসক পরদিন শিশুটিকে কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করে। সেখানেও শিশুর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে। এদিকে অমানবিক এ ঘটনার সপ্তাহ হতে চললেও পুলিশ লম্পট চিকিৎক জহুরুল ইসলাম ওরফে কালু ডাক্তারকে গ্রেফতার না করায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে শিশু ধর্ষণের ঘটনায় দৌলতপুর থানার ওসি মোল্লা মো. খবির আহমেদ জানান, ধর্ষিতা শিশুর পরিবার থেকে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা ধর্ষিতা পরিবারকে মীমাংসার জন্য চাপ প্রয়োগ করছে বলে এলাকাবাসী জানিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন