গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জে বৈশ্য কপালী সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নলামারা দুর্গা মন্দিরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মোল্লাহাট উপজেলা সমবায় কর্মকর্তা গৌরহরি মল্লিক, বিশেষ অতিথির বক্তব্য দেন জামিনী রঞ্জন দাস ও বাঐসোনা ইউপি চেয়ারম্যান শাহ্ ফোরকান মোল্লা। সমিতির সভাপতি অ্যাড. মৃণাল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির সহ-সভাপতি সুমঙ্গল পাল, দপ্তর সম্পাদক অশোক বিশ্বাসসহ আরো অনেকে বক্তব্য রাখেন। পরে ২০১৫ ও ২০১৬ সালে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শতাধিক শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ ৩টি বই ও কলম তুলে দেয় অতিথিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন