বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
বেতাগীতে ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণে সরকারের নির্দেশনা সম্পর্কে স্থানীয় জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে কাজির হাঁট, বদনীখালী বাজার ও কালিকাবাড়ি লঞ্চ ঘাটে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার এমএম মাহমুদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব শুক্কুর। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম বদরুজ্জামান। বক্তব্য রাখেন জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা সভাপতি আব্দুর রব। সভায় বক্তারা বলেন, প্রজনন মৌসুম শুরু হওয়ায় আশ্বিনের বড় পূর্ণিমার আগের ৪ দিন, পূর্ণিমার দিন ও পরের ১৭ দিন অর্থাৎ ১২ আক্টোবর থেকে ২ নভেম্বর টানা ২২ দিন ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি দ-নীয় অপরাধ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন