শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সৈয়দপুরে পৌর কমিউনিটি সেন্টার উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ১২:০৭ এএম

নীলফামারী সৈয়দপুর পৌরসভার নব নির্মিত কমিউনিটি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।
উদ্বোধন শেষে পৌর মেয়র রাফিকা আকতার জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান আদেল, নীলফামারী জেলা প্রসাশক হাফিজুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান।
প্রধান অতিথি মন্ত্রী তাজুল ইসলাম এমপি সৈয়দপুরকে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি জনপদ উল্লেখ করে বলেন, শহরটির অনেক সম্ভাবনা রয়েছে।
এই সম্ভাবনাকে কাজে লাগাতে তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা দেয়া হবে।
উল্লেখ্য, এর আগের পরিষদের সময় সৈয়দপুর পৌর ভবনের সামনে অবস্থিত সাবেক টাউন হল ভেঙে সেখানে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত চারতলা বিশিষ্ট কমিউনিটি সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন