যশোরের কেশবপুরে ২৭ বিলের পানি নিস্কাশনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার পানিবন্ধি এলাকা সংলগ্ন পাঁজিয়া বাজারে গত শুক্রবার সকালে বিলের পানি সরানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ২৭ বিলের পানি নিস্কাশন সংসদ কমিটির সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পানি নিস্কাশন সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জয়নাল হোসেন জয়, ওয়াজেদ আলী, সিরাজুল ইসলাম, আব্দুল আহাদ, ইসলাম উদ্দিন, এরফান আলী মোড়ল, শাহাদাত হেসেন, তহিদুজ্জামান বাবু প্রমুখ। বক্তরা বলেন, হরি ও শ্রী নদীর অববাহিকায় অবস্থিত ২৭ বিল। একে পূর্ব ও পশ্চিম বিলখুকশিয়া বলা হয়। এ বিলের ক্যাসমেন্ট এলাকায় প্রায় ১৬ হাজার হেক্টর ও জমির পরিমান ৮ হাজার হেক্টর। ৮০ দশক ধরে এ এলাকা পানিবন্ধি। গত বছর এ বিলে ফসল হয়নি। এ বছর বোরো মৌসুমে ফসল না হওয়ার সম্ভাবনা বেশি। কেশবপুরের মাদারডাঙ্গা, বেলকাটি ডোঙ্গাঘাটা, গড়ভাঙ্গা, মনোহরনগর, পাথরঘাটা, বাগডাঙ্গা, কালিচরণপুর, ভবানিপুর, মনোহরপুর, কালিচরণপুরসহ গ্রামের শত শত পরিবার পানিবন্দী। তাই অতি দ্রুত পানি সরানোর দাবি জানান হয়। বক্তারা বলেন, পানিবদ্ধ এলাকা থেকে যত দ্রুত পানি নিস্কাশন ও পানিবন্ধি মানুষের জন্য ত্রাণসামগ্রী বিতরণের দাবি জানানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন