শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

লালপুরে শিশুর বস্তাবন্দি লাশ

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

নিখোঁজের ৪দিনে পরে নাটোরের লালপুরে একটি ধান ক্ষেত থেকে বাবলী আক্তার (৬) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শনিবার সকালে উপজলার আব্দুলপুর কদমতলা এলাকার একটি ধান ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, ‘গত ১৯ অক্টোবর দুপুর থেকে শিশু বাবলী নিখোঁজ হয়। পুলিশ গতকাল শনিবার ভোরে বাড়ির অদূরে ধান ক্ষেতে বাবলীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে ও প্রতিবেশী সাইদুল ইসলাম ও তার ছেলে ঈমন কে আটক করে।’
লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, ‘খবর পেয়ে সকালে উপজেলার আব্দুলপুর কদমতলা এলাকার একটি ধান ক্ষেত থেকে নিখোঁজ বাবলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গেপ্রেরণ করা হয়েছে। এসময় একই গ্রামের সাইদুল ইসলাম ও তার ছেলে ইলিয়াস হোসেন ঈমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন