শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ভুয়া পুলিশ সদস্য আটক

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২১, ১২:০৭ এএম

সিরাজগঞ্জের তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের রানীহাট এলাকায় সিএনজি, নছিমন ও মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র চেকিংয়ের নামে প্রতারণার সময় রেজাউল করিম (৩৪) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটকের পর তাড়াশ থানা পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
রেজাউল করিম পার্শ্ববর্তী বগুড়া জেলার শেরপুর উপজেলার পৌর এলাকার খন্দকার টোলা গ্রামের তোতা মিয়ার ছেলে। ঘটানাটি ঘটেছে রোববার (২৪ অক্টোবর) সকালে রানীহাট বাজার এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের রানীহাট এলাকায় বিভিন্ন সিএনজি, নছিমন ও মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র চেকিং এবং টাকা নেওয়া দেখে লোকজনের মধ্যে সন্দেহ হলে তার কাছে গিয়ে পুলিশ সদস্যকে কোন থানায় কর্মরত জানতে চান। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রেজাউল করিম জানান সে কোন পুলিশ সদস্য নন। শেরপুর কাজ করেন। পরে লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ প্রসঙ্গে তাড়াশ থানা অফিসার ইনচার্জ মো. ফজলে আশিক জানান, রেজাউল করিম নামে প্রতারক পুলিশ সদস্য আটক রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন