শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তিস্তায় নিখোঁজের ৫ দিন পর লাশ উদ্ধার

নীলফামারী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

মোহাম্মদ আলীর পুত্র মনসুর আলী (৩৩) গরু ব্যবসায়ী গত ২০ অক্টোবর সকালে গরু কিনতে কলোনীহাটে যায়।
যাওয়ার পর বাড়িতে ফিরে না আসায় বাড়ীর লোকজন হাটবাজার সহ বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ী খোঁজা খুজি করে। কোন সন্ধান না পাওয়ায় নিখোঁজ ব্যক্তির স্ত্রী সাহিদা বেগম গত ২৪ অক্টোবর ডিমলা থানায় একটি সাধারন ডাইরী করে।
জানা যায়, নীলফামারীর ডিমলা উপজেলার ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ দৌলতপাড়া গ্রামের বাসিন্দা মনসুর আলী দীর্ঘদিন ধরে ভারতীয় গরু ব্যবসার সাথে জড়িত।
এলাকাবাসীর ধারনা সে ঐদিন ভারত থেকে গরু আনতে গিয়ে তিস্তা নদীর আকস্মিক বন্যায় প্রবল স্রোতের মুখে পড়ে তলিয়ে যায়।
গতকাল সকালে খগাখড়িবাড়ী ইউনিয়নে পাগলপাড়া পূর্ব দিকে তিস্তা নদীর বন্যা নিয়ন্ত্রিত গোড়িং বাঁধ সংলগ্ন নদীতে স্থানীয়রা একটি লাশ দেখেতে পেয়ে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম লিথনকে সংবাদ দিলে তিনি ডিমলা থানায় জানান। থানার ওসি (তদন্ত) সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ডিমলা থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব সংবাদকর্মীকে বলেন প্রাথমিক সুরতহাল শেষে গতকাল বিকেলে ময়না তদন্তের জন্য নীলফামারী জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন