শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

প্রকৌশলী না থাকায় অচলাবস্থা

প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা

দীর্ঘ প্রায় এক বছর ধরে পঞ্চগড়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগে নির্বাহী প্রকৌশলী না থাকায় এখানে কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে উন্নয়নমূলক কাজসহ দাপ্তরিক কাজে হযবরল অবস্থা দেখা দিয়েছে। ফলে সামগ্রিকভাবে এখানে সরকারের উন্নয়নমূলক কাজের সাফল্য ম্লান হতে বসেছে। ইতোমধ্যে নির্বাহী প্রকৌশলী ছাড়াই কোটি কোটি টাকার কাজ সুষ্ঠু তদারকি ছাড়াই শেষ হয়েছে। এর মধ্যে রয়েছে, নতুন ব্রিজ, রাস্তা মেরামতকরণসহ নানাবিধ উন্নয়নমূলক কাজ। জানা যায়, গত এক বছরে পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগে দুইজন নির্বাহী প্রকৌশলী বদলি নিয়ে অন্যত্র চলে গেছেন। এরপর চলতি দায়িত্বে আছেন, নীলফামারী জেলার নির্বার্হী প্রকৌশলী। তিনি মন চাইলে পঞ্চগড়ে আসেন, মন না চাইলে আসেন না। আসলেও তাড়াহুড়ো করে ১০ মিনিট থেকে সর্বোচ্চ এক ঘণ্টা অফিস করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন