সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সোহেল রানার মামলা ৬ মাসে নিষ্পত্তির নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ১১:১১ পিএম

অধুনালুপ্ত ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) টাঙ্গাইল শাখার সাবেক ম্যানেজার সোহেল রানার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। অর্থ পাচারের অভিযোগে দায়েরকৃত মামলাটির বিচার ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে অধস্তন আদালতকে নির্দেশ দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি এস এম মজিবুর রহমানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক এ তথ্য জানান। আবেদনে আসামি পক্ষে শুনানি করেন এডভোকেট পঙ্কজ কুমার। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে অংশ নেন এডভোকেট খুরশিদ আলম খান।
এজাহারের তথ্য মতে, ‘এস টু এস করপোরেশন’ ঋণ হিসাব থেকে তৎকালিন ফারমার্স ব্যাংকের পরিচালক রাশেদুল হক চিশতীর নামে ব্যাংকের শেয়ার ক্রয়-বিক্রয় পে-অর্ডার ইস্যুর মাধ্যমে মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করে ৯ কোটি ২৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সোহেল রানা এ মামলার অন্যতম আসামি। মামলাটি তদন্ত করেন দুদকের উপ-সহকারি পরিচালক মুহাম্মদ জয়নুল আবেদীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন