শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আমি যৌবনের সময়টাই দেখতে চাই : সোহেল রানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ১২:০২ এএম

সময়ের বিবর্তনে সবকিছু বদলায়। যৌবন থেকে মানুষ প্রবীণ হয়। প্রকৃতির এ নিয়ম মেনে চলতে হয়। তবে এক সময়ের জনপ্রিয় অভিনেতা সোহেল রানা তা স্বীকার করে বলেন, এক সময় মানুষের ভিড়ের কারণে স্বাভাবিকভাবে বাইরে বের হতে পারতাম না। এখন বের হলে কেউ চেনে, কেউ তাকিয়ে থাকে। কারণ, সময়ের সাথে সাথে সবকিছু বদলায়। নতুন প্রজন্ম এগিয়ে চলে। তাদের কাছে পরিচিত হওয়ার সময়ও বদলে গেছে। এখন আর চলচ্চিত্রে অভিনয় করি না। সেই সময়ও নেই। বয়স বেড়েছে। নানা রোগ দেহে বাসা বেঁধেছে। ঘর থেকে একদমই বের হই না। সুযোগও নেই। করোনার কারণে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। একরকম গৃহবন্ধী হয়ে রয়েছি। তিনি বলেন, ৪৬ বছর চলচ্চিত্রে কাজ করেছি। ৬ বছর আগেও কোথাও যেতে পারতাম না। মানুষজন ঘিরে রাখতো। এখন তো সব জায়গায় যেতে পারি। যারা চেনেন তারা তো চেনেনই। আর যারা চেনেন না তারা তাকিয়ে থাকেন। এটা আমাকেও কষ্ট দেয়। মাঝেমাঝে খারাপ লাগে। তবে এটাই স্বাভাবিক। বর্তমান শারিরীক অবস্থা সম্পর্কে তিনি জানান, সবার দোয়ায় এখন মোটামুটি ভালো আছি। কিন্তু করোনার কারণে এভাবে বাসায় থাকতে থাকতে একটু একঘেয়েমি চলে এসেছে। কিছু করার নেই। করোনার কারণে জীবন থেকে অনেক কিছু বাদ দিতে হয়েছে। সোহেল রানা অনুরোধ জানিয়ে বলেন, আমার পুরনো সিনেমা ইউটিউবে আপলোড করবেন না। এটা আমাকে কষ্ট দেয়। কারণ পুরনো সিনেমা যখন দেখি আর আজকে যখন আমার ছবিটা দেখি, তখন খারাপ লাগে। আমি আমার যৌবনের সময়টাই দেখতে চাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন