শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভোট দিতে এসে উত্তেজিত সোহেল রানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৯, ১:৫৯ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে পুলিশি বাধার মুখে পড়েছেন কিংবদন্তী অভিনেতা ও পরিচালক সোহেল রানা। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এফডিসির প্রবেশ ফটকে তাকে আটকে দেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। এ সময় গাড়ি থেকে নামিয়ে সোহেল রানার কাছে এফডিসিতে প্রবেশের কার্ড দেখতে চান তারা। পরে বেশ কয়েকজন শিল্পী গিয়ে তাকে এফডিসির ভেতরে নিয়ে যান।

এফডিসিতে প্রবেশ করেই ক্ষোভ ঝাড়তে থাকেন এ অভিনেতা। তিনি সাংবাদিকদের বলেন, এটা নির্বাচন নয়, মনে হচ্ছে পুলিশ ক্যাম্প। এত বছর ধরে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন হয়ে এসেছে। কিন্তু আজকের মত এই অবস্থা আমার জীবনে কোনো দিন ঘটেনি। আমার মত সোহেল রানাকে এফডিসিতে ঢুকতে কয়েকধাপ বাঁধা পেরিয়ে আসতে হয়েছে ।

উত্তেজিত হয়ে তিনি আরো বলেন, শিল্পীদের নির্বাচনে এত পুলিশি পাহারা কেন থাকবে? প্রসঙ্গত, সকাল থেকেই এফডিসিতে বিরাজ করছে নির্বাচনী আমেজ। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন