উৎসব মূখর পরিবেশে চট্টগ্রামের আনোয়ারা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার( ২৮ অক্টোবর) সকালে আনোয়ারার একটি রেস্টুরেন্টে এটি অনুষ্ঠিত হয়। এতে ভোটারদের সরাসরি ভোটে দৈনিক আজাদী পত্রিকার আনোয়ারা প্রতিনিধি একেএম নুরুল ইসলাম সভাপতি ও দৈনিক পূর্বকোণের আনোয়ারা সংবাদদাতা হুমায়ুন কবির শাহ্ সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সভাপতি পদে দৈনিক দেশ রূপান্তরের আনোয়ারা প্রতিনিধি জাহেদুল হক ও সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বদেশের আনোয়ারা প্রতিনিধি খালেদ মনছুর প্রতিদ্ধন্দীতা করেন। সকাল নয়টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে ভোটারেরা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক প্রথম আলোর আনোয়ারা প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ হোসেন,দৈনিক যায়যায়দিন পত্রিকার আনোয়ারা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও দৈনিক আমার সংবাদ পত্রিকার আনোয়ারা প্রতিনিধি ডিএইচ মনছুর।
প্রসঙ্গত; ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর আনোয়ারায় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম উপজেলার কর্মরর্ত সাংবাদিকদের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন