শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বাংলাদেশের হারে ফের আশাহত নেটিজেনরা, ক্ষোভে যা লিখলেন

সোশ্যাল মিডিয়া নিউজ | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ৮:৩৫ এএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪২ রান তাড়া করাটা খুব সহজ ছিল না। কিন্তু অসম্ভবও ছিল না। প্রতিপক্ষদের বোলিং আক্রমণ রান তাড়াটা কঠিনই করে তুলল বাংলাদেশের জন্য। জয়ের খুব কাছে পৌঁছেও লক্ষ্য থেকে দূরে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা তৃতীয় ম্যাচে হেরে বিদায় নিলো মাহমুদউল্লাহরা। ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের ৩ রানের এই হারটা মেনে নিতে পারছেন না নেটিজেনরা। যা নিয়ে ক্ষোভ আর সমালোচনায় মেতে ওঠেন সামাজিক মাধ্যমে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা তৃতীয় ম্যাচে হেরে বাংলাদেশের বিদায়ে আশাহত হন গ্যালারিভর্তি বাংলাদেশি দর্শকরা। কারণ তাদের সমর্থন ও অনুপ্রেরণা, ক্যারিবীয়দের বাজে ফিল্ডিং, বাজে বোলিংও অনুপ্রেরণা হতে পারেনি মাহমুদউল্লাহদের জন্য।

ফেসবুকে রাইহান আফ্রিদি লিখেছেন, ‘‘আজকের ম্যাচ হারাটা খুবই দুঃখ জনক। শুরু থেকেই বাংলাদেশ দাপুটে খেলা দিচ্ছিল। গেইল-পোলার্ড দের মত বিধ্বংসী ব্যাটারদের কাবু করে রেখেছিল। আবার লিটন দাসও বড় স্কোর এর দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু লম্বা দেহী হল্ডার অস্বাভাবিক ক্যাচটা নিয়ে আমাদের বাড়া ভাতে ছাই দিছে। ওয়েলডান বাংলাদেশ ।’’

সুমন আরজু লিখেছেন, ‘‘কোন কুক্ষণে আল্লাহ আমারে বাংলাদেশ ক্রিকেটের ভক্ত বানাইছিলো তা আল্লাহ মালুম, কিন্তু এই যে লাগাতার হার হজম করার যে কী প্যারা তা আমি ভালোই মালুম করি, ছ্যাঁকারে টোটাল ছ্যাঁকা।’’

ক্ষোভ থেকে সাঈদ চৌধুরী লিখেছেন, ‘‘আইসিসির উচিত, বাংলাদেশের কাছ থেকে টি-২০ ও টেস্ট ক্রিকেটের মর্যাদা কেড়ে নেওয়া।বিশেষ করে,টি -২০ ফরমেটের নিজস্ব স্বকীয়তা ও অালাদা সৌর্ন্দয্য নষ্টের কারনে এই ... দলের ওপর ৫০ বছরের নিষেধাজ্ঞা দাবি করছি।’’

এএইচ আল আরিফ লিখেছেন, ‘‘পুরানের স্টাম্পিং আর ফিজের লাস্ট ওভার টাই ডিসাইডার হয়ে গেছে। কিছু করার নেই আমাদের গালাগালি করলেও আগামী ম্যাচে ঠিকি খেলা দেখতে সবাই বসবেন। কারন মনের ভিতরে কোথাও একটা তাদের জন্য ভালোবাসা আছে।’’

সমালোচনা করে অনুমপ হাল্দার লিখেছেন, ‘‘সাকিব আর মুশফিক কোন বড় তীর মারলো বাংলাদেশের হয়ে? যারা কাল উপদি লিটন দাসকে নিয়ে নানা কথা বলছিলেন তাদের লজ্জা হওয়া উচিত।তাদের উচিত এই দুইজনকে নিয়ে ট্রল করা। কিন্তু ..এখানে শুধু লিটন দাস আর সৌম্য সরকারের মতো ছেলেদের দ্বারা পান থেকে চুন খসলেই কেবল কথা কিংবা ট্রল হয় ।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Md Helal Karim ৩০ অক্টোবর, ২০২১, ৯:১৪ এএম says : 0
সমালোচনা করে অনুমপ হাল্দার লিখেছেন, ‘‘সাকিব আর মুশফিক কোন বড় তীর মারলো বাংলাদেশের হয়ে? যারা কাল উপদি লিটন দাসকে নিয়ে নানা কথা বলছিলেন তাদের লজ্জা হওয়া উচিত।তাদের উচিত এই দুইজনকে নিয়ে ট্রল করা। কিন্তু ..এখানে শুধু লিটন দাস আর সৌম্য সরকারের মতো ছেলেদের দ্বারা পান থেকে চুন খসলেই কেবল কথা কিংবা ট্রল হয় ।’’ লিটন দাসকে কি টেস্ট খেলতে নেমেছে? ৪৩ বলে ৪৪ রান। এটা কি টি২০ ম্যাচ? সে বল বেশি হজম করার কারণে বাংলাদেশ হেরেছে। তাছাড়া সে স্ট্যাস্পিং মিস করছে। লিটন দাসের মতো ভাগ্যবান খেলোয়াড় পৃথিবীর কোথাও আছে কিনা সন্দেহ আছে। এত ম্যাচ ব্যর্থ হওয়ার পরেও সে দলে বারবার সুযোগ পায়? কেন? বাংলাদেশে আর খেলোয়াড় নাই? একই কথা সৌম্যেও সে আবারও ব্যর্থ। আসলে বাংলাদেশে দলে রাজনীতি চলে। রাজনীতিক কারণে অনেক খেলোয়াড় দলে সুযোগ পায় না।
Total Reply(0)
Jaglul ৩০ অক্টোবর, ২০২১, ১০:১৮ এএম says : 0
We lost because of Mushfic's stupidity. I think something wrong !!!
Total Reply(0)
মোঃ ইব্রাহীম মোঃ ইব্রাহীম খলিল ৩০ অক্টোবর, ২০২১, ১০:৪৭ এএম says : 0
হেরে গেলে কিছু সমালোচনা করেন।কিন্তু জিতে গেলে সবাই খেলোয়াড়দের এত প্রসংশা ওতারিফ করে সপ্তম আকাশে উঠান, এজন্যই একাধারে তিন হার। যা হোক এটা মেনে নিতেই হবে। কারণ তাঁরা তো মাঠে নামে খেলে জিতার জন্য।হারার জন্য নয়।আর খেলায় একদল হারবেই।এটাই নিয়ম।
Total Reply(0)
রাশেদ ৪ নভেম্বর, ২০২১, ১:০০ পিএম says : 0
লিটন শেষ পর্যন্ত থাকলে জিতে যেত
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন